নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
২১ ফেব্রুয়ারি বুধবার সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত)-এর মাধ্যমে দিবসটি শুরু করে সংগঠনটি। পরে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
আইসিএসবি’র কাউন্সিল সদস্য, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটির সদস্য, ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তাগণ ব্যানার ও পুষ্পস্তবকসহ আইসিএসবি’র ক্যাম্পাস থেকে প্রভাত ফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস, ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available