বরিশাল ব্যুরো: বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দীন ঈদগাহে আজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। যেখানে রাজনৈতিক ও প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের পাশাপাশি সব ধরণের জনতা নামাজ আদায় করেন।
এখানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি শুভেচ্ছা বিনিময় বক্তব্যে দেন। এছাড়াও সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলামও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তারা। অন্যদিকে সকাল সাড়ে ৯টায় চরমোনাই’র দরবার শরীফসহ নগরীর চারটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
উজিরপুরের গুঠিয়ার বাইতুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এছাড়া নগরীর পাঁচ শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলায় ৮ হাজার ৭৩৪টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available