• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৮:৪৩:১৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৮:৪৩:১৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

নির্ধারিত স্থানেই পশু কোরবানি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৪ জুন ২০২৩ বিকাল ০৩:৪৫:১৯

নির্ধারিত স্থানেই পশু কোরবানি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত স্থানেই পশু কোরবানি করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

১৪ জুন বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসময় কোরবানির ঈদের দিন সন্ধ্যার মধ্যে পশুর বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী জানান, সাধারণত সন্ধ্যার মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করা হয়। এবারও সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এবারও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে হবে। এটা অত্যন্ত দৃঢ়ভবে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, যাতে দূষণ না হয়।

তাজুল ইসলাম বলেছেন, এখন থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছাদবাগান করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ