• ঢাকা
  • |
  • সোমবার ২০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:৪৪:০৬ (04-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:৪৪:০৬ (04-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভারতে পাচারকালে কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ

১৬ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৪৩:৩৮

ভারতে পাচারকালে কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা প্রতিনিধি: অবৈধভাবে ভারতে পাচারের সময় আবারও কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লায় গত পাঁচ দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো ইলিশ জব্দের ঘটনা।

১৫ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টার দিকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব ইলিশ জব্দ করা হয় বলে জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. ইফতেখার হোসেন।

তিনি বলেন, পাচারের উদ্দেশ্যে ৩৫টি বাক্সে ইলিশগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ করা ৮৫০ কেজি ইলিশের বাজারমূল্য প্রায় ৯ লাখ ৫২ হাজার টাকা। ইলিশগুলো নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা সীমান্ত এলাকা থেকে ৪৪০ কেজি ইলিশ জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শশীদল বিওপির একটি টহল দল।

তারও আগে বুধবার দুপুরে বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর সীমান্ত এলাকা থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন খাড়েরা বিওপির সদস্যরা। তবে ইলিশ পাচারের ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পিপি হলেন অ্যাডভোকেট মোকাররম হোসাইন
৩ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি
৩ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:০৪