• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৭:০৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৭:০৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিয়ের দাবিতে অনশন, অবশেষে মাদ্রাসা ছাত্রীকে বিয়ে করলেন ইমাম

১৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২৯:১৫

বিয়ের দাবিতে অনশন, অবশেষে মাদ্রাসা ছাত্রীকে বিয়ে করলেন ইমাম

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ১৬ ফেব্রুয়ারি রোববার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছিলেন এক মাদ্রাসা ছাত্রী। অবশেষে সামাজিক ও পারিবারিক চাপে প্রেমিক ইমাম মাহাদি হাসান তাকে বিয়ে করতে বাধ্য হন।

ভুক্তভোগী তানহা তমা (১৬) উপজেলার সবুজ সঙ্গ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। অপরদিকে, অভিযুক্ত মাহাদি হাসান (২৭) বরকতপুর জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মাহাদি হাসানের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ তুলে এলাকাবাসী বিক্ষোভ করে। পরে ইমামের পদ থেকে অপসারণের দাবি জানায়। উত্তেজনার মধ্যে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে মাহাদির কক্ষে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকা তানহাকে উদ্ধার করা হয়।

তানহার দাবি, ‘প্রেমের সম্পর্কের পর মাহাদি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে সম্পর্ক অস্বীকার করেন। প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন এবং বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দেন।’

প্রথমে মাহাদি অভিযোগ অস্বীকার করলেও সামাজিক চাপে অবশেষে রাতেই দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এদিকে, মাহাদি আগেও একবার বিয়ে করেছিলেন এবং সেই সংসার নিয়ে একটি মামলা চলমান রয়েছে। অন্যদিকে, স্থানীয় মসজিদ কমিটি মাহাদির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়ে তাকে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, “বিষয়টি আমার জানা নেই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১