• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:০৮:২২ (08-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:০৮:২২ (08-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সন্তান কোলে গৃহবধূর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

১ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৩৪

সন্তান কোলে গৃহবধূর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধা সদরে সন্তান কোলে নিয়া রাজিয়া বেগম নামে এক গৃহবধূ রেললাইনে আত্মহত্যা করেছেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে জোবায়ের নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

১ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য গোবিন্দপুর এলাকার রেললাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম সদর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। নিহত জোবায়ের সাঘাটা উপজেলার ভরতখালী বাজারের বাসিন্দা এবং সদর উপজেলার এসকেএস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকবছর আগে রাজিয়া নামে ওই নারীকে বরিশাল থেকে বিবাহ করে নিয়ে আসেন আনোয়ার হোসেন। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে কোলের সন্তান নিয়ে আত্নহত্যা করার জন্য বাড়ির পাশের রেললাইনে শিশু সন্তানসহ শুয়ে পড়েন। এ ঘটনা দেখে মেসে থাকা কলেজছাত্র জোবায়ের রেললাইন থেকে তাকে উদ্ধার করতে গেলে চলন্ত ট্রেনের ধাক্কায় ওই গৃহবধূসহ তিনিও গুরুতর আহত হয়। পরে আহতদের মধ্যে ওই গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মেসের ওই যুবককে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ওই গৃহবধূ এবং তাদের বাঁচাতে যাওয়া যুবক জোবায়ের মারা যায়। তবে কোলের শিশু আবির অক্ষত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা  বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ