• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:৪৪ (06-Oct-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১২:৪৭

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: মাদকবিরোধী নিয়মিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

৬ অক্টোবর সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

Ad
Ad

এর আগে ৫ অক্টোবর রোববার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, আদমজী বিহারী ক্যাম্প ও আরামবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একশ’ পুরিয়া হেরোইন ও ৬১টি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

Ad

গ্রেফতার হলেন- বরিশালের হিজলা থানাধীন চরদূর্গাপুর গ্রামের মৃত কালু চৌকিদারের ছেলে ওলিল চৌকিদার (২৬), মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন জামালদী গ্রামের আমির হোসেনের ছেলে ইমরান হোসেন (২৯), সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার আব্দুল করিমের ছেলে নাসির ওরফে কালু (৩৫) এবং একই থানাধীন আরামবাগ এলাকার সুলতান ব্যাপারীর ছেলে মাসুদুর রহমান তপন (৩২)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী এলাকা হওয়ায় এখানে বিভিন্ন জেলার মানুষের বসবাস বেশি। সেই সুবাদে মাদকের প্রবণতাও বেশি। এই বিবেচনায় আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। এই ধারাবাহিকতায় রোববার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫৭:০৭

সংবাদ ছবি
নতুন পে স্কেলে ‘গ্রেড’ কমছে, বাড়ছে বেতন
৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫২:৩০



Follow Us