• ঢাকা
  • |
  • বুধবার ১লা মাঘ ১৪৩২ দুপুর ১২:০৯:৫৫ (14-Jan-2026)
  • - ৩৩° সে:

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৩:২১

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া জেলা যুবদলের উদ্যোগে একটি সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শহরের নবাববাড়ী রোডে অবস্থিত টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

Ad
Ad

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফারুকে আজম, অ্যাডভোকেট এনামুল হক পান্না, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র ও সবুজ দেওয়ানসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, বাবুল প্রধানসহ সহ-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

সভায় শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্রসহ জেলা ও উপজেলার ২৪টি ইউনিটের সুপার ফাইভ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ইউনিট পর্যায়ে কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন। তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নলডাঙ্গায় প্রবাসীর উদ্যোগে ৬০০ কম্বল বিতরণ
নলডাঙ্গায় প্রবাসীর উদ্যোগে ৬০০ কম্বল বিতরণ
১৪ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৫:৫৪








ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
১৪ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৯:৪৫


Follow Us