মো. নয়ন ইসলাম: নেপাল আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় নেপাল আর্মির ডেলিগেশন হেড ব্রিগেডিয়ার জেনারেল প্রকাশ বাহাদুর চাঁদ এবং ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল অঞ্জন কেশর খাত্রি উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাহিদ সুলতানা মল্লিক (যুগ্মসচিব), বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আশরাফুল ইসলাম, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো: আব্দুর রশিদ (যুগ্মসচিব), উপপরিচালক (প্রশাসন-২) তৌহিদ এলাহী (উপসচিব) এবং উপপরিচালক (প্রশিক্ষণ) মো: ইসমাইল হোসেন সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় দুর্যোগ মোকাবিলা কৌশল, উভয় দেশের পারস্পরিক সহযোগিতা এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে যৌথ প্রশিক্ষণ ও গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেপালি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা ও অভিজ্ঞতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধরনের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available