• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩২ রাত ০২:৫৬:১০ (01-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জামালপুরে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ দুই

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।৩১ অক্টোবর অক্টোবর বিকেলে উপজেলার চরভাটিয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- আবু হাসান (১২), পলি আক্তার (৮) ও ছায়েবা আক্তার (৮)। নিখোঁজ রয়েছে বৈশাখী (১০) ও কুলসুম (১৩)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছয় শিশু বিকেলে বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকারীরা তিন শিশুর মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, শুক্রবার বিকেলে ছয় শিশু একসাথে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় ইয়াসিন (৭) নামের শিশুটি উঠে পড়লেও অন্য পাঁচ শিশু নদীতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।