• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:০৯:২৬ (13-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা হাদিকে গুলি করেছে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে ফ্যাসিষ্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা হাদিকে গুলি করেছে।হামলাকারী ঢাকার আদাবর থানা ছাত্রলীগের সভাপতি। হাদির ফেসবুক আইডিতে প্রেসিডেন্ট, স্বরাষ্ট মন্ত্রী ও নানকের সাথে এই হামলাকারীর ছবি রয়েছে। এঘটনার সাথে শেখ হাসিনা ও পুরো আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ এই হামলার মাধ্যমে এরা শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টা নয়, পুরো দেশের মানুষকে ভয় দেখানোর অপচেষ্টা করেছে। বাংলাদেশের গণতন্ত্রিক ধারাকে বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সেজন্য সকল ভেদাভেদ ভ‚লে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।’ জুলাই বিপ্লবের সাথে জড়িত সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত শক্তি বার বার দেশের শান্তি শৃংখলা নষ্ট করার অপচেস্টা করবে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ ডিসেম্বর শনিবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা শ্রমিক দলের আহবায়ক আবু রায়হান ভুলু প্রমুখ।সমাবেশে দুলু সরকারকে অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি বর্ষনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।