ঢাকা কলেজ প্রতিনিধি: শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা কলেজে ওসমান হাদি স্মরণে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। সেখানে লেখা হয়েছে, ‘দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।’

২৮ ডিসেম্বর রোববার ঢাকা কলেজের দেয়ালে অঙ্কিত এসব গ্রাফিতিতে উঠে এসেছে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান ও শহীদের আত্মত্যাগের বার্তা।


শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে টানা তিনদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অবরোধ করে বিক্ষোভ ও অনশন করছেন সাধারণ মানুষ। এছাড়াও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে শহীদ ওসমান হাদির স্মরণে গ্ৰাফিতি অঙ্কন করছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা গ্ৰাফিতি অঙ্কন করেছেন।
ইনকিলাব মঞ্চ ঢাকা কলেজ শাখার সভাপতি এস বি সৈকত বলেন, ‘‘শহীদ ওসমান হাদি ভাই বলেছিলেন ‘জান দেব, কিন্তু জুলাই দেব না।’ এই কথাটি শুধু একটি স্লোগান নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে অটল অবস্থানের প্রতীক। তার রেখে যাওয়া সেই জুলাইয়ের স্পৃহা ও চেতনাকে ধারণ করতেই আমরা হাদি ভাইয়ের ওপর গ্রাফিতি অঙ্কন করেছি, যাতে নতুন প্রজন্ম তার আদর্শ থেকে অনুপ্রেরণা নিতে পারে। হাদি ভাইয়ের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করেছে অন্যায়ের সামনে মাথা নত না করার শপথই তার প্রকৃত সম্মান।’’
তিনি আরও বলেন, তার হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি ও সংগ্রাম চলমান থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে তিনি শহীদ হন। গত ২০ ডিসেম্বর শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available