নিজস্ব প্রতিবেদক: শহিদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত করে বিদায় নেওয়ার পরপরই পুনরায় এই অবরোধ শুরু হয়। এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর থেকেই শাহবাগে অবস্থান নিয়েছিলেন সংগঠনটির নেতা-কর্মীরা।

সকাল সাড়ে আটটার দিকে তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন বিক্ষোভকারীরা। তবে জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে তারা ফের শাহবাগ মোড় দখলে নেন। বর্তমানে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং পুরো এলাকা স্লোগানে প্রকম্পিত হচ্ছে।


ইনকিলাব মঞ্চের নেতারা স্পষ্ট জানিয়েছেন, ওসমানের হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। গতকাল থেকে কনকনে শীত উপেক্ষা করে তারা সারা রাত শাহবাগে অবস্থান করেছেন। বিক্ষোভকারীরা দাবি করছেন, হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর পেছনে থাকা কুশীলবদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। খুনিদের গ্রেফতারে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন শরিফ ওসমান হাদি। গত বছরের আগস্টে তিনি ‘ইনকিলাব মঞ্চ’ গঠন করে তরুণদের সংগঠিত করেছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু এর আগেই আততায়ীর গুলিতে প্রাণ হারান এই তরুণ নেতা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান তারেক রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available