নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারি মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

২৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।


আইজিপি বলেন, “এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্তে চাঞ্চল্যকর ২১৮ কোটি টাকার একটি স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সে দেশত্যাগ করেছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে।”
এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, চার্জশিট পাওয়ার পর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এবং ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এদিকে, ২৮ ডিসেম্বর রোববার বেলা সোয়া ১১টায় হাদি হত্যাকাণ্ডের সব শেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন এম নজরুল ইসলাম বিস্তারিত জানাবেন।
জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available