• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৩৬:০৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৩৬:০৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লা চকবাজারে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শহরের ব্যস্ততম এলাকা চকবাজার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর টহল দল চাঁদাবাজি করার সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে।১২ এপ্রিল রোববার বিকেল ৪টার দিকে আদর্শ সদর ক্যাম্পের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।আটকরা হলেন মো. লিপু (৩০) ও মো. জাহিদুল ইসলাম অপু (২৭)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মো. রাসেলের নেতৃত্বে চাঁদাবাজি করতেন। আর এই রাসেল কাজ করতেন মো. রাকিবুল ইসলাম রাকিবের পক্ষে, যিনি কুমিল্লা চকবাজার বিএনপির সাধারণ সম্পাদক।সেনা সদস্যরা তাদের আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন।জনবহুল এই এলাকায় সেনাবাহিনীর এই কার্যকর পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।