চাঁদাবাজির অভিযোগে পুলিশের বাবুর্চী আটক
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হকার ও দিনমজুরদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশের এক বাবুর্চী।৩০ জুন সোমবার দিবাগত রাত ১টার দিকে নবীন সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তির নাম মো. পারভেজ। তিনি সদর উপজেলার মুলজান বাগজান এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। পারভেজ প্রায় এক বছর ধরে মানিকগঞ্জ পুলিশ লাইনে বাবুর্চী হিসেবে মাস্টাররোল ভিত্তিতে চাকরি করছেন।স্থানীয়রা জানান, পারভেজ দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে হকার, দিনমজুর ও সাধারণ পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, ফুটপাত, কাঁচাবাজার ও হকার মার্কেট এলাকায় রাতভর চাঁদাবাজি করতেন তিনি।সোমবার রাতে অতিষ্ঠ হয়ে স্থানীয় হকার ও শ্রমিকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে গণধোলাই দিয়ে পারভেজকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা মো. পারভেজকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।