• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:১৭:৫৩ (02-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় গাঁজাসহ দুজন গ্রেফতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাঁজা, ইয়াবা, মোবাইল ফোন ও মাদক কারবারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।১ নভেম্বর শনিবার রাতে উপজেলার শিলক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন শিলক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, নটুয়াটিলা গ্রামের মৃত জাকির আহমেদের ছেলে মো. শওকত (৪৫) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দীঘিরপাড় এলাকার ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ দৌলত হোসেন।পুলিশ জানায়, আসামি মো. শওকতের বসতঘরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।