শ্রীপুরে বুলেটসহ গ্রেফতার ১
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দুই রাউন্ড বুলেট, ৩৫ পিস ইয়াব টেবলেটসহ মনির হোনেকে(৪৪) গ্রেফতার করেছে পুলিশ।২৩ জুলাই বুধবার রাত সাড়ে দশটারদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদার গ্রামের জৈনাবার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মনির ঢাকা জেলার দক্ষিণখান থানার সরদারপাড়া এলাকার মো. রুকন উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলেট ও ইয়াবাসহ মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।