• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৩৯:৪৭ (02-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কাউনিয়ায় ইয়াবাসহ চারজন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ।২ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া গ্রাম থেকে আটক করা হয়। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠায় পুলিশ।       গ্রেফতাররা হলেন, উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে এনামুল হক (৩৭), বানুপাড়া সরকারটারীর আব্দুল খালেকের ছেলে শরিফুল ইসলাম (৩৬), খলিশাকুড়ির মহিরের ছেলে খেলাল মিয়া (৫২) ও সদর থানার পালপাড়ার শুকুর আলীর ছেলে নাহিদ হাসান (২৫)।রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ‘মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহমানসহ পুলিশের টিম হারাগাছ থানাধীন পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে এনামুলের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় এনামুলের কাছে ৮ পিচ, খেলালের কাছে ১৫ পিচ, শরিফুলের কাছে ৭ পিচ ও  নাহিদের কাছে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ।’তিনি আরও বলেন, ‘ইয়াবা ট্যাবলেটসহ আটক চারজনকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।’