• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৭:০৯ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

নতুন জাতিসংঘ গঠনের উদ্যোগ ট্রাম্পের: ব্রাজিলের প্রেসিডেন্ট

২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:০০:২৭

নতুন জাতিসংঘ গঠনের উদ্যোগ ট্রাম্পের: ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ‘নতুন জাতিসংঘ’ গঠনের উদ্যোগ নিয়েছেন। ট্রাম্পের প্রস্তাবিত এই সংস্থার নাম ‘বোর্ড অব পিস’। ২৩ জানুয়ারি শুক্রবার এএফপি’র বরাতে এ তথ্য জানানো হয়।

Ad

লুলা বলেন, জাতিসংঘকে সংস্কার করার পরিবর্তে ট্রাম্প মূলত নিজের নিয়ন্ত্রণে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলতে চাইছেন। তাঁর ভাষায়, এটি বহুপাক্ষিক ব্যবস্থাকে শক্তিশালী করার পরিবর্তে বিভক্ত করার ঝুঁকি তৈরি করছে।

Ad
Ad

খবরে বলা হয়, প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর স্থায়ী সদস্য হতে হলে ১০০ কোটি ডলার চাঁদা দিতে হবে। এছাড়া সংস্থাটির চেয়ারম্যান হিসেবে থাকবেন ট্রাম্প নিজেই। এসব শর্তের কারণে ব্রাজিলসহ বহু দেশের নেতারা এই সংস্থায় যোগ দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন।

গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার ঘোষণা দেন। সেখানে ১৯টি দেশের নেতা ও প্রতিনিধিরা প্রাথমিকভাবে এতে স্বাক্ষর করেন বলে জানানো হয়েছে।

লুলা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক দেশ শক্তি প্রদর্শনের পথে হাঁটছে, যা অত্যন্ত বিপজ্জনক। তিনি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং জাতিসংঘের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এর আগের দিন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনালাপে লুলা এ বিষয়টি নিয়ে আলোচনা করেন। ওই আলোচনায় সি চিনপিং জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

লুলার দাবি, প্রস্তাবিত নতুন সংস্থাটি প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের দায়িত্ব নিতে পারে। তবে ভবিষ্যতে এর কার্যপরিধি ফিলিস্তিনের বাইরেও বিস্তৃত হতে পারে, যা জাতিসংঘের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়ার আশঙ্কা তৈরি করছে।

এ পরিকল্পনা নিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যও সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে যুক্তরাজ্য এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতে, প্রস্তাবিত সংস্থার কাঠামো ও নিয়ম জাতিসংঘের বিধি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৯ মাস পর আত্রাই সুমন হত্যার রহস্য উন্মোচন
১৯ মাস পর আত্রাই সুমন হত্যার রহস্য উন্মোচন
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:২৯:২১




ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৫


গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪১:৪৮


Follow Us