নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর দেশে একটি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, মানুষ যেন কোনো ধরনের বাধা ও ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারে।

২৪ জানুয়ারি শনিবার রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। ভোটারদের প্রভাবিত করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, জনগণকে এমন সব আশ্বাস দেওয়া হচ্ছে, যার বাস্তবায়নের কোনো বাস্তব সম্ভাবনা নেই। এসব আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে পরিকল্পিতভাবে ভয় তৈরি করে রাখা হয়েছে। কোনোভাবেই যেন ভোটাররা আতঙ্কিত না হয় এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দলীয় কর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত থেকে পাহারার নির্দেশও দেন নাহিদ ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available