• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ দুপুর ০২:১২:৫২ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার কারণ জানালো ডিবি

২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০৯:৫০

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার কারণ জানালো ডিবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ হত্যাকাণ্ডের পেছনে আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী ‘দাদা দিলিপ ওরফে বিনাস’-এর সম্পৃক্ততার তথ্য পেয়েছে ডিবি।

Ad

ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি চক্রের সঙ্গে মুসাব্বিরের বিরোধ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় দুইজন মূল শ্যুটার জড়িত ছিল, যার মধ্যে রহিমকে গ্রেফতার করা হয়েছে।

Ad
Ad

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো আন্ডারওয়ার্ল্ড চক্র যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তা কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ‘জিরো টলারেন্স’।

ডিবি সূত্র জানায়, ২৩ জানুয়ারি শুক্রবার নরসিংদী থেকে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা মামলার আরেক শ্যুটার রহিমকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরী বাজার এলাকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে মো. আজিজুর রহমান মুসাব্বিরকে। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় একের পর এক মামলার কারণে তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আবার দলীয় রাজনীতিতে সক্রিয় হন।

মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম (৪২) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাসার উদ্দেশে রওনা দিলে পশ্চিম তেজতুরী বাজারের আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন তার পথরোধ করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মুসাব্বির ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সুফিয়ান ব্যাপারী মাসুদকেও গুলি করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৫


গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪১:৪৮






Follow Us