• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৭:০৯ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমারে শেষকৃত্য অনুষ্ঠানে জান্তার হামলা, নিহত ২৭

২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:২৮

মিয়ানমারে শেষকৃত্য অনুষ্ঠানে জান্তার হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের কাচিন রাজ্যে একটি শেষকৃত্য অনুষ্ঠানে জান্তা বাহিনীর বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কাউং জার গ্রামে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

Ad

কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) জানিয়েছে, হামলাকবলিত এলাকাটি তাদের নিয়ন্ত্রণাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মারা যাওয়া এক বৃদ্ধের প্রার্থনা অনুষ্ঠানে অংশ নিতে গ্রামবাসীরা জড়ো হয়েছিলেন। এ সময় হঠাৎ জান্তা বাহিনী বোমা হামলা চালায়।

Ad
Ad

হামলার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি বাড়ির আঙিনায় নারী ও পুরুষের মরদেহ পড়ে রয়েছে। কেআইএ-এর মুখপাত্র কর্নেল নউ বু জানান, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি অভিযোগ করেন, ওই গ্রামে বিদ্রোহী কোনো সেনা উপস্থিত না থাকলেও জান্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, জান্তা সরকার বর্তমানে শত্রু ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করছে না। স্কুল, ধর্মীয় অনুষ্ঠান কিংবা যেকোনো জনসমাগমকে লক্ষ্য করেই নির্বিচারে হামলা চালানো হচ্ছে।

একই দিন সকালে মিয়ানমারের মগওয়ে অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানে জান্তা বাহিনী জেট বিমান থেকে বোমা হামলা চালায়। এতে একটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন। এর আগে মঙ্গলবার আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন একটি কারাগারেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এসব হামলায় শিশুসহ বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

দেশজুড়ে জান্তা বাহিনীর এমন নির্বিচার হামলা বর্তমানে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর আগে ২০২২ সালের অক্টোবরে কাচিন রাজ্যের কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও)-এর ৬২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি গ্রামীণ কনসার্টে জান্তা বাহিনীর তিনটি বোমা হামলায় ব্যবসায়ী, শিল্পী ও কেআইও সদস্যসহ অন্তত ৮০ জন নিহত হন।

এ ছাড়া ২০২৩ সালের অক্টোবরে লাইজার কাছে একটি বাস্তুচ্যুত শিবিরে জান্তা বাহিনীর হামলায় শিশুসহ ২৯ জন নিহত এবং ৬০ জন আহত হন। লাইজা এলাকায় কেআইএ-এর সদর দপ্তর অবস্থিত।

বেসামরিক জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানিয়েছে, ২০২৫ সালে জান্তা বাহিনীর বিমান হামলায় ২ হাজার ৩২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪ হাজার ১৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে এসব হামলায় ৫৭৬টি ঘরবাড়ি, ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩৬টি চিকিৎসাকেন্দ্র এবং ১৯০টি ধর্মীয় উপাসনালয় ধ্বংস হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৯ মাস পর আত্রাই সুমন হত্যার রহস্য উন্মোচন
১৯ মাস পর আত্রাই সুমন হত্যার রহস্য উন্মোচন
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:২৯:২১




ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৫


গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪১:৪৮


Follow Us