ডেস্ক রিপোর্ট: দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

১১ জানুয়ারি রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। তারা উচ্চপর্যায়ের সফর ও বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতেও মতবিনিময় হয়।
এর আগে, গত ৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সে সময় দুই নেতা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং বাণিজ্য, অর্থনীতি ও কূটনৈতিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তারা মতবিনিময় করেন। চলমান আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available