আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটলে এবং একটি নতুন গণতান্ত্রিক ও আধুনিক ইরান প্রতিষ্ঠিত হলে দেশটি অবিলম্বে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলভি।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই অভাবনীয় কূটনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। পাহলভি জানান, তার নেতৃত্বে ইরান শুধু ইসরায়েলকেই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করবে।


তেহরানের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই পাহলভির এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, ইরান, ইসরায়েল ও বৃহত্তর আরব বিশ্বকে একই সুতায় গাঁথতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে বহুল আলোচিত ‘আব্রাহাম চুক্তি’কে ‘সাইরাস চুক্তি’ হিসেবে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান পাহলভি।
তার মতে, এই চুক্তি একটি স্বাধীন ইরান, ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি আরও বলেন, নতুন শাসনামলে যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে ইরানের ঐতিহ্যবাহী বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে এবং দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল অংশীদার হবে।
বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে ইরানের শেষ শাহের এই উত্তরসূরি বর্তমান ইসলামি প্রজাতন্ত্রের শাসনামলকে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের যুগ হিসেবে অভিহিত করেন। তার দাবি, ইসলামি শাসনের আগে ইরান ছিল শান্তিপ্রিয় ও সমৃদ্ধ রাষ্ট্র।
পাহলভি প্রতিশ্রুতি দেন, ক্ষমতা পরিবর্তনের পর ইরান তার বিতর্কিত পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করবে। পাশাপাশি হিজবুল্লাহ ও হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করে মাদক পাচার ও উগ্রবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে যুক্ত হবে দেশটি।
ইরানি জনগণের শিক্ষা ও আধুনিক মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, তারাই দেশের অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে মুদ্রার ভয়াবহ পতন ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।
এই প্রেক্ষাপটে পাহলভির ‘নতুন ইরান’-এর রূপরেখা আন্তর্জাতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। তার বিশ্বাস, একটি স্থিতিশীল ও মিত্রভাবাপন্ন ইরান বৈশ্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: আল জাজিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available