নিজস্ব প্রতিবেদক: জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক সংবাদ সম্মেলনে অনুপস্থিত থাকার পর রাজনৈতিক জোটের ভেতরে চলমান সমঝোতা, বিশেষ করে আসন ভাগাভাগি নিয়ে সৃষ্ট পরিস্থিতি স্পষ্ট করতে সংবাদ সম্মেলন ডাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১৬ জানুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীতে দলটির পক্ষ থেকে নিজেদের অবস্থান তুলে ধরা হবে।

দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জানান, শুক্রবার বিকেল ৩টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, ইসলামপন্থী দলগুলোর ঐক্যের অগ্রগতি, একবক্স নীতির বর্তমান অবস্থা, আসন সমঝোতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে দলের সুস্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ ফজলুল করীম মারুফ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থী দলগুলোর মধ্যে একবক্স নীতির ভিত্তিতে যে সমঝোতার প্রক্রিয়া শুরু হয়েছে, তা জনমনে প্রত্যাশা তৈরি করেছে। তিনি স্বীকার করেন, চলমান আলোচনায় কিছু অস্বস্তি তৈরি হলেও আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। এ বিষয়ে বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চলছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়েই বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ওই সংবাদ সম্মেলনে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন ভাগাভাগির একটি প্রাথমিক চিত্র তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করবে। জাতীয় নাগরিক পার্টি পাবে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available