চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে প্রাক্-প্রাথমিক শ্রেণিতে ভর্তির নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার ২০নং ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে।

স্থানীয় একাধিক অভিভাবকের দাবি, সরকারি বিদ্যালয়ে ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার কথা থাকলেও নানা অজুহাতে টাকা আদায় করা হচ্ছে। এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাচ্চাকে প্রাক্-প্রাথমিক ক্লাসে ভর্তি করাতে গেলে বলা হয় চা-নাস্তা, ফাইল, কাগজপত্রের নামে কিছু টাকা দিতে হবে। টাকা না দিলে ভর্তি নিয়ে গড়িমসি করা হয়।


অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহানা ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক লতিফা আক্তার জানান, ভর্তির সময় অভিভাবকরা আমাদের চা-নাস্তার জন্য স্বেচ্ছায় কিছু দিয়ে থাকেন। এতে দোষের কিছু নেই।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন জানান, বিষয়টি আমি খোঁজখবর নিচ্ছি। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে বিধি মোতাবেক অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুসুম মনি জানান, আমি কিছুদিন আগেই ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলাম। তখনও লক্ষ্য করেছি শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভর্তির নামে অর্থ আদায়ের অভিযোগ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। সত্যতা মিললে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের অনিয়ম শিক্ষাব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available