• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ সকাল ১১:১৭:০০ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করল র‍্যাব

১৬ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৩:০১

মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করল র‍্যাব

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকার বিরামপুর গ্রাম থেকে মাটি খুঁড়ে পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করেছে র‍্যাব-৬। তবে এ ঘটনায় কাউকে আটক বা দোষী হিসেবে চিহ্নিত করতে পারেনি র‍্যাব।

Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু পৌর এলাকার বিরামপুর গ্রামের মাঠে অভিযান চালানো হয়।

Ad
Ad

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর মাঠে অভিযান চালানো হয়। এসময় একটি ঘাসক্ষেতের পাশে মাটি খুঁড়ে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় একটি শুটার গান বা একনলা বন্দুক সদৃশ বস্তু উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

এসময় র‍্যাব-৬ এর (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীসহ র‍্যাব-৬ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ওয়ান শুটার গান বা একটি একনলা বন্দুক সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বস্তুটি হরিণাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, উদ্ধারকৃত অস্ত্র সদৃশ বস্তুটি র‍্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। আইনানুগ পরবর্তী করণীয় প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৪ জানুয়ারি বুধবার বিকালে কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি এক'নলা বন্দুক ও এয়ারগান উদ্ধার করে র‍্যাব-৬।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ঢাকাসহ যেসব আসনে লড়বে এনসিপি
ঢাকাসহ যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৭:৩৩

আজ পবিত্র শবে মেরাজ
আজ পবিত্র শবে মেরাজ
১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৪:৩৪




Follow Us