কচুয়ায় টাকা ও স্বর্ণালংকার নিয়ে ইমামের সাথে উধাও প্রবাসীর স্ত্রী
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় এক প্রবাসীর স্ত্রী স্বামীর ১১ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে স্থানীয় মসজিদের ইমাম আব্দুর রহিমের সাথে উধাও। ১৭ ডিসেম্বর বুধবার কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় কচুয়া থানায় প্রবাসীর পক্ষে তার ছোট বোন লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া মুন্সি বাড়ির আলী মুন্সীর ছেলে সৌদি প্রবাসী আরিফুল ইসলামের সাথে ৬ বছর পূর্বে পার্শ্ববর্তী এলাকা দারচর গ্রামের মকবুল ক্বারীর মেয়ে সুমাইয়ার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের কোলজুড়ে একটি কন্যা সন্তানের জন্ম হয়।গত বছর থেকে প্রবাসীর কন্যা সন্তানকে প্রতিদিন সকালে মুন্সি বাড়ির জামে মসজিদের ইমাম একই উপজেলার খলাগাও গ্রামের মোস্তাকের ছেলে মাওলানা আব্দুর রহিম আরবি পড়াতেন।এ সুবাদে প্রবাসী আরিফুল ইসলামের ঘরে আসা যাওয়ায় একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর সুমাইয়ার সাথে মসজিদের ইমামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । গত ১৭ ডিসেম্বর বুধবার প্রবাসী দেশে আসার কথা শুনে প্রবাসীর স্ত্রী জমি বাবদ ঘরে থাকা ১১ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সাথে ঘর ছেড়ে কন্যা সন্তানসহ পালিয়ে যান।এ বিষয়ে প্রবাসী আরিফুল ইসলাম ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে জানান, আমার স্ত্রী আমার অবর্তমানে ইমামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাড়িতে আসার কথা শুনে আমার স্ত্রী সুমাইয়া ঘরে থাকা ১১ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সাথে ঘর ছেড়ে আমার কন্যা সন্তানসহ পালিয়ে যান। আমার সারাজীবনের প্রবাসীর ইনকাম ও আমার একমাত্র সন্তানকে ফিরে পেতে চাই । আমি এখন নিঃস্ব হয়ে গেছি।