মানিকগঞ্জে প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বাড়িতে চুরি
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান লুৎফর রহমানের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।২৮ নভেম্বর শুক্রবার ভোরে পৌরসভার পশ্চিম সেওতা এলাকায় তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। চোরেরা জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় পোনে ৫ লাখ টাকা নিয়ে যায়।লুৎফর রহমান জানান, তার তিনতলা বাড়ির দোতলায় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন। রাতে শ্বাশুড়ির চিকিৎসার জন্য তারা সাভারের একটি হাসপাতালে ছিলেন। সকালে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান।তিনি জানান, ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।