• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:৫৫:১৯ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে ঢাকা

২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:১৪:৫২

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের মিশন শুরু হচ্ছে ঢাকা ক্যাপিটালসের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। সিলেট টাইটান্সের বিপক্ষে বড় জয়ে আসর শুরু করা একাদশ নিয়েই ব্যাটিংয়ে নামছে রাজশাহী।

Ad

২৭ ডিসেম্বর শনিবার সিলেটে বিপিএলে দিনের প্রথম ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টায়।

Ad
Ad

২৪ ঘণ্টাও বিশ্রাম পেলো না রাজশাহী। এর মধ্যেই দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামতে হচ্ছে তাদের। যদিও সিলেটের বিপক্ষে বড় জয়ে ফুরফুরে মেজাজেই আছে তারা। তার উপর বোনাস দিয়ে তাদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে শান্তর দল।

অন্যদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ঢাকা। শুরুটা জয় দিয়ে করতে চায় তারা। টস জিতে অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, রাজশাহীকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে দিতে চান তারা। তবে আগের দিন ১৯০ রান তাড়া করে জয় পাওয়া দলকে এত অল্পতে আটকে দেওয়াটা যে সহজ হবে না। তাদের দলে রয়েছেন শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিমের মতো আগ্রাসী ব্যাটাররা। আর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম গতকালের ফর্ম ধরে রাখলে বিপাকেই পড়বে ঢাকা বোলাররা। মিডল অর্ডারে বড় চ্যালেঞ্জ জানাতে পারেন মোহাম্মদ নাওয়াজ, ইয়াসির আলী রাব্বি ও এসএম মেহেরবরা। বল হাতেও বেশ শক্তিশালী রাজশাহী। বিনুরা ফার্নান্দো, সন্দ্বীপ লামিচানে, তানজিম হাসান সাকিবরা নিজেদের দিনে যেকোনো কিছুই করতে পারেন।

তবে তাদের চ্যালেঞ্জটা হবে যদি ব্যাটাররা পর্যাপ্ত রান স্কোরকার্ডে তুলতে না পারে। কারণ দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বাড়তি সুবিধা পাবে ঢাকার ব্যাটাররা। তার উপর ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী তাদের। সাইফ হাসান, উসমান খান, সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর মতো মারকুটে ব্যাটার রয়েছে তাদের। তাছাড়া শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লে হাল ধরতে পারেন নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিমের মতো অলরাউন্ডাররা। বোলিংয়ে সাইফউদ্দিন, ইমাদদের সঙ্গে তাদের ভরসা সালমান মীর্জা।

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও সন্দ্বীপ লামিচানে।

ঢাকা ক্যাপিটালস একাদশ: সাইফ হাসান, উসমান খান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সালমান মীর্জা ও জিয়াউর রহমান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
শ্বশুরের কবর জিয়ারত করেছেন তারেক রহমান
২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪০:২৯






সংবাদ ছবি
আবারও শাহবাগ মোড় অবরোধ করল ইনকিলাব মঞ্চ
২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৮:২২


সংবাদ ছবি
ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩৮:৪৮


Follow Us