• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০১:৪৭:৫৬ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বিপিএলের প্রাথমিক বাছাইয়ে বাদ নোয়াখালীসহ ৩ প্রতিষ্ঠান

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিপিএলে দল পেতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। তাদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে ৩টি। ৪ নভেম্বর অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি।২ নভেম্বর রোববার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং বিসিবির আইনজীবী মাহিন এম রহমান।বিপিএলে আগে তিন আসরে চিটাগং কিংস নামে ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল এস কিউ স্পোর্টস। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল প্রতিষ্ঠানটিকে ঘিরে। আসন্ন আসরেও দল নিতে চেয়েছিল তারা। তবে পূর্বের বকেয়া পরিশোধ ও ইওআই অনুযায়ী নথি জমা না দেয়ায় বাদ পড়েছে তারা।এছাড়া গত কয়েকটি আসরে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিল মাইন্ড ট্রি। তারাও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে। এছাড়া নোয়াখালির ফ্র্যাঞ্চাইজি নিতে চাওয়া প্রতিষ্ঠান বাংলা মার্কও বাদ পড়েছে।তিন প্রতিষ্ঠান বাদ পড়ার কারণ জানিয়ে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই তিনটা কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে। ‘