• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০০:১০ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০০:১০ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অস্ত্র হাতে ভাইরাল যুবক, শনাক্ত করতে পারলেই গ্রেফতার

৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৪৬:৩৯

অস্ত্র হাতে ভাইরাল যুবক, শনাক্ত করতে পারলেই গ্রেফতার

মাগুরা প্রতিনিধি: মাগুরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সম্মেলনের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনায় অস্ত্র হাতে যুবককে ২৪ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে শনাক্ত করতে পারলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. গোলাম জাহিদ বলেন, প্রকাশ্যে আস্ত্র হাতে শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে ও গুলি করে আমাদের নেতাকর্মীদের আহত করা হয়েছে। তার দাবি, আস্ত্র হাতে যুবকের নাম শাহিন, সে মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক । তার বাসা শহরের স্টেডিয়াম পাড়ায়। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

তবে আস্ত্র হাতে যে যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয় বলে দাবি করেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।

এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, আমরা অস্ত্র হাতে যুবককে শনাক্ত করার চেষ্টা করছি। তার পরিচয় জানতে পারলেই গ্রেফতার করতে সক্ষম হব।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সম্মেলনে শহরের কেশব মোড় থেকে একটি মিছিল বিএনপির ইসলামপুর পাড়াস্থ দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। শহরের চৌরঙ্গী মোড়ে মিছিলটি পৌঁছালে সমবায় মার্কেটের সামনে থেকে ছাত্রলীগ মিছিলটির পিছন থেকে ধাওয়া দেয়। এ সময় শহরের জুতাপট্টি, কলেজ রোড ও চৌরঙ্গী মোড় ইটপাটকেলের ছোঁড়াছুড়িতে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় ওই যুবককে অস্ত্র হাতে দেখা যায়। পরে পুলিশ এসে সংঘর্ষ নিযন্ত্রণে আনে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭