• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:২৫ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:২৫ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে কলেজ চত্বরে অবৈধ ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

১২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৪৩:১২

টাঙ্গাইলে কলেজ চত্বরে অবৈধ ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অবৈধভাবে ব্যক্তিগত ও বেসরকারি একটি বাণিজ্যিক ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারি এবং সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অবিলম্বে অবৈধ বাণিজ্যিক ভবন অপসারণের দাবি জানান। ভবন অপসারণে না করা হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়ার ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মোখলেসুর রহমান অভিযোগ করে বলেন, হাসপাতালের প্রবেশমুখে এ ধরনের বাণিজ্যিক ভবন নির্মাণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো অনুমতি নেয়া হয়নি। সম্পূর্ন অবৈধভাবে এ ভবনটি নির্মাণ করা হচ্ছে। যা রোগীদের চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত করবে।

মোখলেসুর রহমান বলেন এ ভবন নির্মাণের ফলে হাসপাতালে প্রবেশের রাস্তাটি চিরতরে সংকুচিত হয়ে যাবে। ফলে রোগী ও তার স্বজনদের যাতায়াত, এমনকি হাসপাতালে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণেও সমস্যা হবে। এছাড়াও বাণিজ্যিক এ ভবনটি দালালদের আখরায় পরিণত হবে।

জানা গেছে, হাসপাতাল চত্বরে একটি বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। সেখানে একতলা ভবন নির্মাণ করছেন বরাদ্দ প্রাপ্ত এক ব্যবসায়ী। হাসপাতাল কর্তৃপক্ষ বরাদ্দ দিতে সম্মতি না দিলেও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি নিয়ম বহির্ভূতভাবে জায়গা বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বাঁধা উপেক্ষা করে কমিটির সদস্যরা ১৩ নভেম্বর সভায় আবেদনকারী শিলা আনসারীর নামে ৭৫০ বর্গফুট জায়গা বরাদ্দ দেন। বরাদ্দের চুক্তিপত্রে দেখা যায়, বরাদ্দ প্রাপ্ত ব্যক্তিকে ১১ লাখ ২৫ হাজার টাকার মধ্যে পাকা স্থাপনা নির্মাণ করে নিতে বলা হয়েছে। ১২ বছর মেয়াদী এই বরাদ্দ চুক্তিতে মাসিক ভাড়া ধরা হয়েছে ২০ হাজার টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক
৫ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১৩:৩০

সিলেটে ভারতীয় চিনিসহ আটক ৩
৫ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১২:৪২

সিলেটে রয়েল এনফিল্ডসহ কোটি টাকার পণ্য জব্দ
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮:২৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:০২


সিকৃবিতে গাঁজা সেবনকালে ছাত্রলীগ নেতাসহ আটক ৩
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৬:০৩



মোরেলগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক আটক
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৯:০১

বদলে যাওয়া মাদক অধিদফতর
৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৮:০২