• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২০:৩৫ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২০:৩৫ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে বাংলা লায়ন টি-২০ টুর্নামেন্ট উদ্বোধন

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৩২:৪১

সৈয়দপুরে বাংলা লায়ন টি-২০ টুর্নামেন্ট উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার সৈয়দপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাংলা লায়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এই ক্রিকেট টুর্নামেন্টে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে ২৪টি দল অংশগ্রহণ করছে।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার নীলফামারী-৪ আসনের এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটিরি আহবায়ক ও বাংলা লায়ন ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন এম আর মহসিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, মো. মোশারফ হোসেন, আহসান উদ্দিন বাদল ও রুবেল বসুনিয়া প্রমুখ।

টসে জিতে ব্যাটিং নেওয়া রংপুর পীরগঞ্জের ব্যাটাররা শিশির ভেজা ও ঘাসের পিচে দাঁড়াতেই পারেনি । তারা ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে কেবল ৮৮ রান সংগ্রহ করে। 
জবাবে মাত্র ১১ ওভার খেলে ৩ উইকেট জয়ের বন্দরে পৌঁছে যায় দিনাজপুরের বেঙ্গল বয়েজ একাডেমি দলটি। দিনাজুরের বেঙ্গল বয়েজ একাডেমি দলের উদ্বোধনী বোলার ইসাম হোসেন পরপর তিন বলে উইকেট নিয়ে হ্যাট্রিক করেন। এতেই দলটির মেরুদণ্ড ভেঙ্গে যায়।

এরপর উদ্বোধনী ব্যাটার ও উইকেট কিপার অলক এক প্রান্ত আগলে রাখেন। তিনি ব্যক্তিগত ২৪ রানে আউট হওয়ার পর অন্যান্যরা মাত্র ৮৮ তুলতে পারেন। জয়ের জন্য দিনাজপুরের একাডেমি দল মাত্র ১১ ওভার খেলেই ৭ উইকেটের জয় পায়। খেলায় বোলার ইসাম হোসেনের হ্যাট্রিক করা পারফরমেন্সে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২
২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৯:৫৪



ক্ষেতলালে বাড়ছে চিনা বাদামের চাষ
২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৬:২১