• ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:২০:৪৬ (24-Nov-2025)
  • - ৩৩° সে:

ঝিকরগাছায় চাচাতো ভাইকে হত্যা, আপন দু’ভাইয়ের মৃত্যুদণ্ড

২৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:০৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় চাচাতো ভাইকে হত্যার দায়ে আপন দু’ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

Ad

২৪ নভেম্বর সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের দু’ভাই ওসমান ও আলী হোসেন। তারা মৃত ছবেদ আলী সরদারের ছেলে।

রায়ে দণ্ডপ্রাপ্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান ও আলী হোসেন ধারালো দা দিয়ে কামরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গিয়ে কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও জখম হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চারজনকেই যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুল মারা যান।

এ ঘটনায় নিহত কামরুলের বাবা রুহুল আমিন সরদার থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট জমা দেন। দু’জনকে মৃত্যুদণ্ড ছাড়াও দশ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পিপি আজিজুল ইসলাম বলেন, সরকার পক্ষ রায়ে সন্তুষ্ট। অন্যদিকে, আসামি পক্ষ ন্যায় বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রাজাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
২৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:২৬


সংবাদ ছবি
ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
২৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০০:৩৭


সংবাদ ছবি
ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
২৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৬:৩৭




সংবাদ ছবি
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
২৪ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৪:১৬



Follow Us