• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:২৯ (20-Nov-2025)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে অন্তঃসত্ত্বা সুবর্ণা আক্তারকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৬:৫১

সংবাদ ছবি

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরের দক্ষিণ টরকী গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুবর্ণা আক্তার (২১) কে স্বামী টিপু মিয়াসহ তার পরিবারের নির্যাতনের জেরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ টরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় জনসাধারণ।

Ad
Ad

মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের দাবিতে দীর্ঘদিন সুর্বণা আক্তারকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল টিপু ও তার পরিবারের সদস্যরা। নিয়মিত মারধর, গালিগালাজ এবং টাকা আনার চাপ সহ্য করতে না পেরে গত ১৭ নভেম্বর দুপুরে সুর্বণা কীটনাশক পান করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী সোনিয়া আক্তার, নজরুল ইসলাম সরদার, সুমি বেগম, শাহিনুর, রিপন, জাহিদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তারা বলেন, আমরা সুবর্ণার হত্যাকারীদের ফাঁসি চাই। টিপু প্রধান নেশাগ্রস্ত, নরপিশাচ। শুধু টিপু নয় তার পরিবারের যে সদস্যরা এ নির্যাতনে জড়িত, সবার দ্রুত বিচার ও ফাঁসি চাই। এ সময় মানববন্ধন স্থলে বারবার স্লোগান ওঠে ‘ফাঁসি চাই! ফাঁসি চাই! সুবর্ণার হত্যাকারীদের ফাঁসি চাই!’

স্থানীয়দের দাবি, সুর্বণা ছিল অন্তঃসত্ত্বা। তাকে নির্যাতন করে এমনভাবে পথহারা করে দেওয়া হয়েছিল যে সে বাধ্য হয়ে প্রাণ দিয়েছে। এটি পরিকল্পিত হত্যারই শামিল।

মানববন্ধনকারীরা দ্রুত বিচার, সকল আসামির গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৬:২৭


সংবাদ ছবি
নতুন বছরের শুরুতেই বিয়ে করব: হিরো আলম
২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২৮:১২



সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৯:০৭



Follow Us