মতলবে অনলাইন প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪
মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে একাধিক ব্যাংকের চেক বই ও ডেবিট/ভিসা কার্ড উদ্ধার করা হয়।১১ জানুয়ারি রোববার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান এর তত্ত্বাবধানে এসআই মো. রেজাউল করিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের প্রথম ধাপে মতলব উত্তর থানা এলাকা থেকে কামরুল ইসলাম প্রকাশ নজু (৫৭) ও মোহাম্মদ আল-আমিন প্রধান রিফাত (৩০) কে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে হেদায়েতুল্লাহ প্রকাশ মনির (৪৫) ও সাব্বির হোসেন প্রকাশ জাবেদকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, হেদায়েতুল্লাহ মনিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। চক্রটি গ্রামের সহজ-সরল মানুষ, বিশেষ করে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট খুলত। পরে সেই অ্যাকাউন্টের চেক বই, ডেবিট ও ভিসা কার্ড নিজেদের হেফাজতে রেখে অনলাইন প্ল্যাটফর্ম যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিত।এসময় হেদায়েতুল্লাহ মনিরের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে ৬টি ব্যাংক চেক বই, ১৯টি ডেবিট ও ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে একাধিক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী জহিরুল ইসলাম (২২) থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসামিরা তাকে ফার্নিচারের ব্যবসার প্রলোভন দেখিয়ে নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৮ লাখ ৯৮ হাজার টাকা প্রতারণামূলকভাবে হাতিয়ে নেয়।চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ‘চক্রের বাকি সদস্যদের ধরতে এবং এই নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’