• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:১৬:০২ (15-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় নীট কম্পোজিট নামক একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় শ্রমিকরা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, দ্রুততার সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।