• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৩৮:১৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৩৮:১৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: র‌্যাবের বিশেষ অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।  ২৫ এপ্রিল শুক্রবার বেলা ১২ টার দিকে শহরের মেডিকেল কলেজ এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামীর নাম মমরেজ খালাসী। সে জেলার সদরপুর উপজেলার মৃত লাল মিয়া খালাসীর ছেলে। র‌্যাব ১০ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ এপ্রিল প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে ভুক্তভোগী ওই নারীকে মুখ চেপে পাশের অন্য একটি ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে মোমরেজ। ধর্ষণ শেষে মুখ চেপে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার আসামিকে গ্রেফতারে পুলিশ র‌্যাবের সহায়তা চাইলে র‌্যাব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোমরেজকে গ্রেফতার করে।আটক মোমরেজকে শংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।