গোপালগঞ্জে ৩৬ কেজির বেশি গাঁজাসহ আটক ১
গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে টুঙ্গিপাড়া উপজেলায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে নিবিড় তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।২৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় ৩০ জন সেনাসদস্য অংশ নেন।এ সময় ওয়েলকাম এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে মো. কাওসার (২৮) নামের এক ব্যক্তিকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।আটক ব্যক্তি পিরোজপুর সদর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।পরবর্তীতে প্রাথমিক ও বিশদ জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।