• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৩৪:৪৬ (08-Oct-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ঝাল-মুড়ি বিক্রেতা পিতা-পুত্রকে কুপিয়ে জখম

৮ অক্টোবর ২০২৫ সকাল ১১:১০:৩৩

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ঝাল-মুড়ি বিক্রেতা পিতা-পুত্র দু’জনকে কুপিয়ে জখম করেছে শিমুল নামের এক ব্যক্তি। ভ্যানে চড়াতে রাজি না হওয়ায় তাদের কুপিয়ে জখম করা হয় বলে জানা গেছে।

৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ঝাল-মুড়ি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার ছেলে ইজাজুল হোসেন (২২)। তাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাজিত পুর গ্রামে।

Ad
Ad

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে ইজাজুল গোয়ালপাড়া বাজারে ভ্যানে করে ঝাল-মুড়ি বিক্রী শেষে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেসময় গোয়ালপাড়া বাজারের আব্দুর রহিমের ছেলে শিমুল তাদের ভ্যানে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে।

Ad

তখন জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আযান হয়েছে, আমি নামাজ পড়ে বাড়ি যাব। এখন অন্য কোথাও যেতে পারব না।’ এ কথা শুনে শিমুল দা দিয়ে বাপ-ছেলেকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তাদের দু’জনের অবস্থাই সঙ্কটজনক বলেজানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতকে গ্রেফতারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে মামলা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩০:৩৫


সংবাদ ছবি
এআই পার্টি ফোন নিয়ে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১০:১৬







Follow Us