স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এও বলা হয়েছে, মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতে চাইলে সেটি অনুমোদন করবে বোর্ড। তবে ঠিক কী কারণে ফিজকে ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি বোর্ড।


এর আগে আইপিএল নিলামে ৯ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর ফিজই তার কাটার ও ডেথ ওভারের বোলিং দিয়ে আইপিএলে সুনাম কুড়িয়েছে।
বিসিসিআই'র নির্দেশের ফলে আইপিএল ২০২৬-এ তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে কেকেআরের স্কোয়াডেও পরিবর্তন আসতে পারে।
আইপিএল ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিদেশি এমার্জিং প্লেয়ার বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ-এর হয়ে খেলে এই পুরস্কার জিতেছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available