চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সব ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে।

আজ ২৫ জানুয়ারি রোববার সকালে চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে যুব সংলাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে বন্যা-জলাবদ্ধতা মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এছাড়াও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেবে বিএনপি।
তারেক রহমান বলেন, দুর্নীতি সহ্য করা হবে না, সরকারের পক্ষ থেকে এমন বার্তা গেলে দেশে অনিয়ম-দুর্নীতি ৩০ শতাংশ কমে যাবে।
অনুষ্ঠানে বিএনপি প্রধান শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণদের পরামর্শ গ্রহণ করেন তিনি।
পলিসি টক শেষে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নিতে যান তারেক রহমান। এরপর যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ ও দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available