পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথাকথিত হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম।

২৫ জানুয়ারি রোববার দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন তিনি চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের কাছে দোয়া চান এবং ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করেন।


সারজিস আলম বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে পূর্বনির্ধারিত হেভিওয়েট নেতার যে ধারণা বা কনসেপ্ট, তা আর এই বাংলাদেশে টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের তথাকথিত হেভিওয়েট নেতারা এবার ভূমিধস পতনের শিকার হবেন, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের আগস্ট থেকে বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষের মধ্যে পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মানুষ এখন শুধু ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় আছে। প্রত্যেকটি মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দেবে, ইনশাআল্লাহ।’
চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের অভিযোগ তুলে সারজিস বলেন, ‘যারা এক বছর তিন মাস ধরে জুলুম করেছে, তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। জনগণ এবার গিরগিটি চরিত্রের এসব মানুষকে প্রত্যাখ্যান করবে।’
তিনি দাবি করেন, শুধু পঞ্চগড়-১ আসনেই নয়, সারা দেশেই ইনসাফ ও সাধারণ মানুষের পক্ষে ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হবে এবং আগামীতে সরকার গঠন করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available