• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৫:১৫ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মিনিট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৯:০২

সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মিনিট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ইটবোঝাই মিনিট্রাকের ধাক্কায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় মিনিট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

Ad

২৪ জানুয়ারি শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন এলাকায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা ইটভর্তি একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মিনিট্রাকের চালকের সহকারী মো. জিয়াউল হক (৫০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রামচন্দ্রপুর বেশরগাতী এলাকার বাসিন্দা। তার পিতা আলী এবং মাতা আমেনা খাতুন।

এ ঘটনায় মিনিট্রাকের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) আল-আমিন ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাঁচপুর/শিমরাইল স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ট্রাকের সামনের অংশ কেটে নিহতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শ্রীপুর থানার অদূরেই মাদকের আখড়া
শ্রীপুর থানার অদূরেই মাদকের আখড়া
২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৯:১৮



Follow Us