• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ দুপুর ০২:২৮:৩৭ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

মালদ্বীপকে বিধ্বস্ত করে নারী সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৬:২৩

মালদ্বীপকে বিধ্বস্ত করে নারী সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

Ad

২৫ জানুয়ারি রোববার রাউন্ড রবিন লিগের ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস লেখে লাল-সবুজের প্রতিনিধিরা।

Ad
Ad

এদিন ননথাবুরি হলে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে মালদ্বীপ লিড নিলেও দ্রুতই খেলায় ফেরে সাবিনা ও মাসুরাদের দল। এই জয়ের মাধ্যমে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে. পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় বাংলাদেশকে শিরোপার দৌড়ে অনেকখানি এগিয়ে দিয়েছিল।

এবারের আসরে ভারত ও ভুটানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে শিরোপা জিতেছে বাংলাদেশের নারীরা। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করার পর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

তবে পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে তারা শিরোপার দাবিদার হিসেবে শক্ত অবস্থান তৈরি করে। মূলত পাকিস্তানের বিপক্ষে জয়ের পরই সাবিনা এবং তার দল সাত দলের টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে চলে যায়, যা মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেতে তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, ফুটসালের এই নতুন ফরম্যাটে বাংলাদেশের মেয়েরা তাদের সামর্থ্যের প্রমাণ দিল এমন এক সময়ে যখন তারা ইতিমধ্যেই সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এই জয়ের ফলে দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের শ্রেষ্ঠত্বে আরও একটি নতুন মাত্রা যুক্ত হলো। সেইসাথে নারী ক্রীড়াক্ষেত্রে পোক্ত হলো বাংলাদেশের নাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







শ্রীপুর থানার অদূরেই মাদকের আখড়া
শ্রীপুর থানার অদূরেই মাদকের আখড়া
২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৯:১৮


মেহেরপুরে দুটি পিস্তল ও গুলি উদ্ধার
মেহেরপুরে দুটি পিস্তল ও গুলি উদ্ধার
২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২০:০২



Follow Us