গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর থানার অদূরবর্তী পশুহাসপাতাল এলাকায় প্রকাশ্যেই চলছে দেশি মদ তৈরি ও বিক্রির রমরমা ব্যবসা। স্থানীয় একাধিক চিহ্নিত মাদক কারবারির নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে অনুসন্ধান ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে, পশুহাসপাতাল এলাকার লালজি, কৃষ্ণ, রবিদাস, হিরুমনি ও লক্ষী নামের কয়েকজন ব্যক্তি নিজ নিজ বাড়িতে বিষাক্ত চুলাই মদ তৈরি করে আসছে। শুধু উৎপাদনই নয়, দিন-রাত ২৪ ঘণ্টাই সেখান থেকে খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক বিক্রি করা হচ্ছে। থানার এত কাছাকাছি এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চললেও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।


সহজলভ্য মাদকের কারণে এলাকার কিশোর ও যুবসমাজ দ্রুত এই মরণনেশায় জড়িয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদকাসক্ত তরুণরা অর্থের জন্য জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে, যা জননিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, মাদক কারবারিদের আস্তানা শ্রীপুর থানার একেবারে কাছেই হওয়ায় চাইলে পুলিশ খুব অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করতে পারে। কিন্তু একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও দৃশ্যমান কোনো অভিযান না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিশেষ অভিযান পরিচালনা করে এই মাদকচক্রকে নির্মূল করতে হবে। মাদকের ভয়াল আগ্রাসন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন শ্রীপুরবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available