• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:৪৩:৩৩ (25-Nov-2025)
  • - ৩৩° সে:

গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা জাতীয় পার্টি: হাসনাত

২৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩০:১৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা জাতীয় পার্টি। বিগত দিনে তারা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল। 

Ad

২৪ নভেম্বর সোমবার রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সমাপনী দিনে তিনি এ কথা বলেন। 

Ad
Ad

হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির ওপর ভর করেই আওয়ামী লীগ ফিরতে পারে। তাই অবিলম্বে তাদের (জাতীয় পার্টি) বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় নির্বাচনের সময় যেকোনোপরিবেশ সৃষ্টি হলে সরকার ও নির্বাচন কমিশন দায়ী থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর ফিরবে কি-না সে প্রশ্নের আগে হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে।

এই এনসিপি নেতা বলেন, অনেক দলে গণতন্ত্র নেই। আমরা দলীয় গণতন্ত্র চর্চা করছি।

এ সময় অভিযোগ করে তিনি বলেন, বিগত দিনে মনোনয়ন বাণিজ্য হয়েছে। নতুন বন্দোবস্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় এনসিপি।

মধ্যরাতে ডিসি ভাগাভাগি হয় জানিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, একটি পাতানো নির্বাচনে বাধ্য করা হলে জনগণের রাস্তায় নেমে আসবে। তাই আগামী নির্বাচন প্রশাসনকে ব্যবহার করার প্রবণতা বন্ধ করতে হবে। 

তিনি আরও বলেন, গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্বের পরিচয় দিতে হবে। মানুষের পক্ষে থাকতে হবে।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রাঙামাটি জেলা পরিষদে চলছে ২য় দিনের শাটডাউন
২৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪২:০৪





সংবাদ ছবি
৩ দিনের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা
২৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:১৬:৩৫

সংবাদ ছবি
নজরকাড়া গ্ল্যামারাস লুকে দিশা পাটানি
২৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫১:৩২

সংবাদ ছবি
সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো বার
২৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫০:১৯




Follow Us