আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় ১৩ ডিসেম্বর শনিবার এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সিএনএন খবর প্রকাশ করেছে।


রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি জানান, সন্দেহভাজন হামলাকারী কালো পোশাক পরিহিত ছিলেন এবং হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাস্থলে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।
মেয়র স্মাইলি বলেন, শনিবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার বিষয়টি জানতে পারে। জরুরি নম্বর ৯১১-এ ফোন আসার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। তিনি নিশ্চিত করেন, দুইজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। মেয়র জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available