• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:১৭:০৫ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৯:১৯

সংবাদ ছবি

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের পৌর এলাকা গেন্ডায় ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Ad

১৩ ডিসেম্বর শনিবার রাত ১০টা নাগাদ সাভারের পৌর এলাকা গেন্ডায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরমুখি সার্ভিস লেনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad

তবে বাসটিতে কোনো রুটের ব্যানার না থাকায় এবং ঘটনাস্থলে গিয়ে বাসের মালিক কিংবা চালক কাউকে পাওয়া না যাওয়ায় এটি কোন রুটে চলাচল করে সেটি জানা যায়নি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন এটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হতে পারে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘রাত ১০টা ৩ মিনিটে একজন আমাদের কল করে বাসে আগুনের ঘটনাটি জানালে দ্রুত আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই। রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বাসের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা বাসের চালক, মালিক কিংবা প্রত্যক্ষদর্শী, কাউকেই পাইনি। বাসের গায়ে কোনো ব্যানারেরও নাম নেই। ধারণা করছি বাসটি সম্ভবত পোশাক শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হতো।

ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে এসে আমরা এখনো বাসের মালিক, চালক বা প্রত্যক্ষদর্শী কাউকে পাইনি। কীভাবে বাসটিতে আগুন লেগেছে সেটি তদন্তের পর জানা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
মুস্তাফিজ বেঙ্গালুরুতে, গুজরাটে সাকিব
১৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৩:২৮






সংবাদ ছবি
কালামপুরে গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ৪
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:০০



সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪


Follow Us