বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

৩ জানুয়ারি শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জামালপুর-১ আসনের ৪ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।


এ সময় ওই আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন পত্রে হলফনামায় আয়-ব্যায়ের হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব না দেখানোসহ হলফনামা খালি রাখায় জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available