কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা আসনে মনোনয়নপত্র জমা দেওয়া দশ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

২ জানুয়ারী শুক্রবার বিকেলে মনোনয়ন যাচাইবাছাই কার্যক্রম শেষে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য জানান।


রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, যাচাইবাছাই শেষে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনীত শাপলা কলির প্রাথী আখতার হোসেন, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রাথী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রাথী মোঃ জাহিদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রাথী আবু সাহমা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রাথী প্রগতি বর্মণ তমা ও বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রাথী উজ্জল চন্দ্র রায়ের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিলকৃত ভোটার তালিকায় ত্রুটিপূর্ণ এবং রংপুর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বিল বকেয়া থাকায় মো. শাহ্ আলম বাশারের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বিল বকেয়া থাকায় এবং দলীয় প্রধানের স্বাক্ষর সম্বলিত দলীয় মনোনয়নপত্র প্রদানে ব্যর্থতার কারণে জাতীয় পার্টি (আনিস-রুহুল) দলের প্রার্থী আব্দুস সালামের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিনের দাখিলকৃত ভোটার তালিকায় ত্রুটিপূর্ণ থাকায় তারও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে গত ২৯ ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আজ শুক্রবার যাচাইবাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। দাখিলকৃত ভোটার তালিকায় ত্রুটিপূর্ণ ও সিটি কর্পোরেশনের বকেয়া থাকায় তিনজন প্রার্থীর বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা বাতিলের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদিন বলেন, দাখিল করা ভোটার তালিকায় ত্রুটিপূণ থাকার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আশা করি, আপিলের ফলাফল আমার পক্ষে যাবে।
অপর দিকে জাতীয় পার্টি (আনিস-রুহুল) দলের প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিলের বিষয়ে জানতে মুঠোফোনের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available